পিছিয়ে পড়েও জিতল আর্জেন্টিনা
মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রীতি ম্যাচেও জয় পেলো আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ বুধবার (২৭ মার্চ) সকালে লস এঞ্জেলেসের মেমোরিয়াল স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও কোস্টারিকাকে তারা হারিয়েছে ৩-১ গোলে।
এদিন ম্যাচের ৩৪ মিনিটেই গোল হজম করে তারা। এ সময় পাল্টা আক্রমণে উঠে গোল করেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস টিকোসরা।
তবে বিরতির পর পরই সমতা ফেরায় আর্জেন্টিনা। এ সময় (৫২ মি.) ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার নেওয়া বাম পায়ের শট পোস্টের ডান পাশের উপরের কোণা দিয়ে জালে প্রবেশ করে।
৫৬ মিনিটের মাথায় এগিয়ে যায় আলবিসেলেস্তারা। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বলে খুব কাছ থেকে হেড নিয়ে জালে জড়ান আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
৭৭ মিনিটে লাওতারো মার্টিনেজ গোল পেলে ব্যবধান হয়ে যায় ৩-১। এ সময় রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোলটি করেন মার্টিনেজ। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
আগের ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। আজ জিতলো ৩-১ ব্যবধানে। এরপর জুনে আবার প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের তাদের প্রতিপক্ষ গুয়েতেমালা।
এমআর