ট্রেনের আগাম টিকিট বিক্রি : ৭ এপ্রিলের টিকিট মিলছে আজ
পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে আগামী ৭ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। ২৯ মার্চ দেয়া হবে ৮ এপ্রিলের এবং ৩০ মার্চ বিক্রি হবে ৯ এপ্রিলের টিকিট।
ঈদ উপলক্ষে আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে। ২৪ মার্চ বিক্রি হয়েছে ৩ এপ্রিলের টিকিট। ২৫ মার্চ বিক্রি হয় ৪ এপ্রিলের, ২৬ মার্চে দেয়া হয় ৫ এপ্রিলের এবং ২৭ মার্চ দেয়া হয় ৬ এপ্রিলের টিকিট।
গতবারের মতো এবারও ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে অনলাইনের চাপ কমাতে দুই শিফটে এই টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় বিক্রি হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টায় বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট।
এদিকে ফিরতি টিকিট মিলবে ৩ এপ্রিল থেকে। ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিল পর্যন্ত।
এমআর