মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন

‘ওমর’ উৎসর্গ করেছে হুমায়ূন আহমেদ ও মান্নাকে

নিজস্ব প্রতিবেদক / ১৭৯ Time View
Update : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

গুণীজনই পারে গুণীকে সম্মাণ প্রদর্শন করতে। গুণী পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘ওমর’ ঈদে মুক্তির অপেক্ষায়। ছবিটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত দুই গুণী ব্যক্তিকে, প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং অন্যজন প্রয়াত চিত্রনায়ক ও প্রযোজক আসলাম তালুকদার মান্না।

‘ওমর’ এর প্রকাশিত পোস্টারে বিষয়টি জানিয়ে পরিচালক বলেন, মূলত প্রয়াত এই মানুষদের সম্মান জানাতে এই উদ্যোগ নেয়া।

মোস্তফা কামাল রাজ বলেন, হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখক। ওনার লেখা এবং কাজ আমাকে অনেক উৎসাহ দিয়েছে। মান্না আমার অনেক প্রিয়। এমন কি আমার সিনেমার নায়ক শরিফুল রাজেরও প্রিয়।

এ কারণে ‘ওমর’ তাদের উৎসর্গ করেছি। টুইস্ট রেখে পরিচালক রাজ বলেন, কেন এই দুজন ব্যক্তি প্রিয় জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে ‘ওমর’।

‘ওমর’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। এছাড়া আরও আছেন নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিজ আহমেদ। বিশেষ এক চরিত্রে আছেন কলকাতার দর্শনা বণিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর