শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের ব্যয় ২কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা

নিজস্ব প্রতিবেদক / ২৭৫ Time View
Update : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ব্যয় ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ কোটি ৫ লাখ টাকা ব্যয় হয়েছিল বলে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনে ((ইসিতে)  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে নির্বাচনী ব্যয়ের বিবরণী জমা দেয়।তফসিল ঘোষণার পর থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত রাজনৈতিক দলগুলো প্রার্থীদের জন্য কত ব্যয় করতে পারবে, তা আইনে নির্ধারণ করা আছে।

কোনো দলের প্রার্থী ২০০ জনের বেশি হলে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা, প্রার্থীর সংখ্যা ১০০ জনের বেশি  বা ২০০ জনের কম হলে ব্যয় করতে পারবে ৩ কোটি টাকা।

আবার কোনো দলের প্রার্থীর সংখ্যা ৫০ থেকে ১০০ হলে, সেই দল দেড় কোটি টাকা এবং প্রার্থীর সংখ্যা ৫০ জনের কম হলে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ব্যয় করতে পারবে।

ভোট শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলের ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ২৬৬ জন।

কাজী জাফর উল্লাহ সাংবাদিকদের বলেন, আমাদের সাড়ে চার কোটি টাকা ব্যয়ের সীমা ছিল। তার থেকে ব্যয় কম হয়েছে।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মোট নির্বাচনী ব্যয় ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা। প্রার্থীরা নিজ থেকে ব্যয় করেন। তাই দলের ব্যয় কম হয়। পুরো ব্যয়টা দলীয় হয় না। পোস্টার, জনসভা, প্রচার ইত্যাদি খাতে ব্যয় হয়েছে।

নির্বাচনী ব্যয় জমা দেওয়ার সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ–দপ্তর সম্পাদক সায়েম খান, সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য নুরুল আলম পাঠান মিলন, প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর