আরও উপস্থিত ছিলেন রিপাবলিক অব ইন্দোনেশিয়ার ইকোনমিক কাউন্সিলর, বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও অন্য কমকর্তারা।
এ ইফতারে ব্রুনাইয়ে বাস করা বাংলাদেশি পরিবারের পাশাপাশি দেশটির স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্রুনাইয়ের সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন ব্যক্তি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাবীব উল্লাহ হানিফ।