মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

ইন্তেকাল করেছেন বীর মুক্তিযোদ্ধা আলতাব আলী

নিজস্ব প্রতিবেদক / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

সুনামগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলতাব আলী বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে নিজ বাড়িতে আজ সকাল ৯টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান-আমুস’ সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক নাবিল আহমেদের পিতা।
বীর মুক্তিযোদ্ধা আলতাব আলীর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান-আমুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন। সিলেট জেলা শাখার সভাপতি মো. আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন মাসুম, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আবুল বাশার জুয়েল, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শিবলু আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নাজমুল হক, কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহসান হাবীব অসীম, সিলেট এমসি কলেজ শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ।
আজ এক শোক বার্তায় নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আলতাব আলীর আত্মত্যাগের কথা স্মৃতিচারণ করেন এবং তার রূহের মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর