এপ্রিলে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এপ্রিলের শেষে দুই সপ্তাহের জন্য তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবকিছু ঠিক থাকলে ২৪ এপ্রিল থাইল্যান্ড দিয়ে প্রধানমন্ত্রীর তিন দেশ সফর শুরু হবে।
ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা এবং দ্বিপক্ষীয় সফরে ২৭ এপ্রিল পর্যন্ত ব্যাংকক সফর করবেন তিনি। ওই সফরে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা সহযোগিতাসহ ১০ থেকে ১২টি খাতে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে একটি সূত্র।
আরেকটি সূত্র জানায় ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নিতে তিনি সৌদি আরবের রিয়াদে যাবেন ২৮ এপ্রিল। সৌদি আরবে পাঁচ দিন অবস্থানের পর অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলনে অংশ নিতে জন্য গাম্বিয়া যাবেন ৩ মে। সেখানে তিনদিন অবস্থানের পর আগামি ৭ মে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান যে তিন দেশ সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।