মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

পেশাগত জ্ঞান বৃদ্ধি করে দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা রাখতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও তৎপরতা বৃদ্ধি করতে হবে। অন্য প্রতিষ্ঠান হতে আপনি যে ভিন্ন, তা মেধা কর্মতৎপরতার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। ’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নদী গবেষণা ইনস্টিটিউটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট, সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে নদী গবেষণা ইন্সটিটিউট (নগই) এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের মধ্যে যে মেধা আছে তার সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
আজ বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,‘এই গবেষণা প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর দেখতে চাই। নদী গবেষণা ইনস্টিটিউট এর গবেষণার কাজগুলো বিশ্বমানের। যে কোন দেশের তুলনায় ভালো। এই প্রতিষ্ঠানের
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্দেশ্য দেশকে সকল দিক থেকে সফল করে তোলা, আপনারা সেই লক্ষ্যে একসাথে কাজ করে এগিয়ে যান। আপনাদের যেকোন সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর।’
সভায় মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর