ব্যাংকে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : র্যাব
অনেক কৌশল অবলম্বন করে ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে সুস্থ, অক্ষত ও নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছি বলে জানান র্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেছেন, আমরা সিসিটিভির ফুটেজ দেখে দেখে সন্ত্রাসীদের শনাক্ত করছি। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে
বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের ঘটনায় শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অর্থের কোনো লেনদেন হয়েছে কি না আমরা জানি না। আমরা বলতে চাই, বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে সুস্থ, অক্ষত ও নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছি।
আল মঈন জানান, নিরাপত্তা বাহিনী এই এলাকায় অভিযান চালাচ্ছে। র্যাব এই অভিযানের সঙ্গেই রয়েছে।
পাশাপাশি সন্ত্রাসী দমনে র্যাব স্বতন্ত্রভাবে বিশেষ অভিযান চালাবে।
তিনি বলেন, আমরা কেএনএফের সঙ্গে জঙ্গি কানেকশন নির্মূল করতে পেরেছি। এবারও আমরা সফল হবো।