সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিএনপির মাথাব্যাথার কোন কারণ নেই : কাদের

শেখ সাদী খান / ২৩৪ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব গণতন্ত্র নিয়ে বিএনপির মাথাব্যাথার কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিল টি এন্ড টি স্কুল মাঠে যুবলীগ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এদেশে যতদিন নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে থাকবে ততদিন স্বাধীনতা নিরাপদ, স্বার্বভৌমত্ব নিরাপদ,গণতন্ত্র নিরাপদ থাকবে এ কথা গভীর বিশ্বাস ও প্রত্যয়ের সঙ্গে বলা যায়।

কাদের আরও বলেন, বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ এছাড়া বিএনপি শক্তিহীন হয়ে পড়েছে। শক্তি যখন কমে যায় তখন মুখের বিষ বেড়ে যায়। শক্তি কমে গেছে নির্বাচন ঠেকাতে পারেনি,শক্তি কমে গেছে আন্দোলনে ব্যর্থ হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে জবাবের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে কোথাও কি একটা লোক না খেয়ে মরেছে? কষ্ট আছে,সংস্কট আছে কিন্তু ভয়াবহ কোন সংস্কট এখানে নেই। দুনিয়ার অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি। শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে সংস্কট আমরা আশাকরি, এই সংস্কটও কেটে যাবে।

তিনি আরও বলেন,শেখ হাসিনা মানবিক নেত্রী। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের বড় বড় ইফতার পার্টি করার কথা কিন্তু আমরা ইফতার পার্টি করছি না।
শেখ হাসিনার নির্দেশ ইফতার গরীব মানুষের মাঝে বিতরণ করতে হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত একসাথে আজ ইফতার পার্টি করে। আর সেখানে ভাষণ দেয় আওয়ামী লীগের গীবত গায় এই রোজার দিনেও।

বিএনপি ক্ষমতায় গেলে এরা বাংলাদেশের স্বার্বভৌমত্ব গিলে খা বে, এই দল ক্ষমতায় বাংলাদেশের গণতন্ত্র গিলে খাবে, এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের নিরাপত্তা গিলে খাবে। এই।দল ক্ষমতায় যেতে পারলে গোটা বাংলাদেশ গিলে খাবে। কাজেই এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে,সাবধানে থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: আমিনুল ইসলাম আমিন, যুবলীগ প্রেসিডেন্ট শেখ ফজলে শামস পরশ,সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর