সোমবার, ২৩ জুন ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

যৌথ অভিযান চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে: ওবায়দুল কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৭৬ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক তিনটি ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুট, থানায় হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ‘পাহাড়ে যৌথ অভিযান চলছে’বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ (এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক) এর আওতায় নির্মিত ৫টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে হামলার ঘটনায় তদন্ত চলছে, সব বেরিয়ে আসবে। এরা ক্ষুদ্র জঙ্গিগোষ্ঠী, মনে করি না অন্য কোথাও থেকে মদত পাচ্ছে। মিজোরাম থেকে মদত পাচ্ছে বলেও মনে করি না।
এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই সশস্ত্র তৎপরতার ঘটনায় গোটা পার্বত্য অশান্ত হবে, এটা মনে করার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ বলেন, এবার ঈদযাত্রায় গাড়ীর চাপ আছে তবে যানজট নেই। গতবারও ঈদযাত্রায় যানজট হয়নি। সম্প্রতি গাজীপুর-ময়মনসিংহ রোডে ৭টি ফ্লাইওভার খুলে দেয়া হয়েছে অন্যত্র আজকেও আরো বেশকয়েকটি প্রকল্প উন্মুত্ত করা হয়েছে। যা ঘরমুখী যাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার। তাছাড়া রাজধানীও ফাকা হচ্ছে; যানজট থাকবে না।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর