কেন্দ্রের সিদ্ধান্ত না মেনে ঢাকা জেলা শাখা শ্রমিক লীগের কমিটি অনুমোদন

সম্প্রতি জাতীয় শ্রমিক লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। সেই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। নতুন করে আর কোন শাখা কমিটি কেউ দিতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন সেতুমন্ত্রী।
কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া সেই নির্দেশনাকে বৃদ্ধাঙুলি দেখিছেন জাতীয় শ্রমিক লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। কেন্দ্রের নির্দেশনা না মেনে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব মান্নান নতুন করে ঢাকা জেলা শাখা শ্রমিক লীগের কমিটি অনুমোদন করেছেন বলে অভিযোগ উঠেছে। অনুমোদিত কমিটিতে এম এ হামিদ মুন্নাকে সভাপতি ও দেওয়ান শাহাবুদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
জানতে চাইলে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব মান্নান সোনালী বার্তাকে বলেন, নতুন করে কোনো কমিটি দেয়া হয়নি। কমিটিতে সাধারণ সম্পাদকের পদটিতে কেউ ছিল তাই নতুন করে আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে। নতুন করে কমিটি দেয়া হয়নি।
তবে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আজম খসরু সোনালী বার্তাকে বলেন, নতুন করে কমিটি কিংবা কাউকে দায়িত্ব দেয়া হয়েছে বলে আমি জানি না। কাজেই এখানে অনুমোদনের ক্ষেত্রেও আমার কোনো সংশ্লিষ্টতা নাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন করে কাউকে দায়িত্ব দেয়া আর নতুন কমিটি গঠন এরমধ্যে কোনো পার্থক্য আছে কী? অনেকটাই যেন- যেই লাউ সেই কদু।
এমআর