শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ বুধবার
সোমবার সন্ধ্যায় সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার হবে রমজান মাসের শেষ দিন। দেশটির সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বুধবার (১০ এপ্রিল)। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ এ খবর জানিয়েছে।
আরবি মাস চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৯ বা ৩০ দিনের হয়। সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান হবে ৩০ দিনের।
কাতারও ঘোষণা দিয়েছে, মঙ্গলবার হবে রমজান মাসের শেষ দিন এবং বুধবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।
এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। ঈদ বয়ে আনে সকলের জন্য আনন্দ ও সম্প্রীতির বন্ধন ।
অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ ঘোষণা দিয়েছে, মঙ্গলবার (৯ এপ্রিল) হবে শেষ রমজান। বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর পালিত হবে।