বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

ঈদে চিকিৎসা প্রদানে গাফিলতি করলে তাৎক্ষনিক ব্যবস্থা: ড. সামন্ত লাল সেন

নিজস্ব প্রতিবেদক / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

ঈদ উপলক্ষে অধিকাংশ চিকিৎসক ছুটিতে থাকলেও রোগীদের চিকিৎসা সেবার কোনো ত্রুটি হওয়া চলবে না। ঈদের ছুটিতে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে কোনোরকম গাফিলতি যেনো না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন। মঙ্গলবার (৯ এপ্রিল) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে ঈদের ছুটিতে সাধারণত সনাতন ধর্মের চিকিৎসকরা থাকেন। ঈদের ছুটিতে কোনোভাবেই যেন রোগীদের চিকিৎসা ব্যহত হবে না হাসপাতালগুলোতে।

আমি নিজে ঢাকা এবং ঢাকার বাইরের হাসপাতালে ঈদের ছুটিতে ভিজিটে যাবো। কারো গাফিলতি থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু হলে তাৎক্ষণিকভাবে রোগীদের হাসপাতালে যেতে হবে, এখানে গাফিলতি করলে ডেঙ্গু রোগীর ভালো হতে সময় লাগে। তবে, ডেঙ্গু নিয়ে সচেতনতা সবার আগে জরুরি।

রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর