নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে যায় মিরপুর থেকে নিউমার্কেট-আজিমপুরগামী সেফটি এন্টারপ্রাইজের একটি সিটি বাস।আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে এ সময় বাসটি (ঢাকা মেট্রো -ব ১১-৭০১৬) মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা মারে।
মঙ্গলবার আনুমানিক দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
যাত্রীরা অভিযোগ করেছেন, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজনের ওপর উঠে যায়। মূলত দুটি বাসের রেষারেষিতে এই বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়ক বিভাজনে উঠে গেলে পরে মেট্রোর পিলারে ধাক্কা লাগে।
কাফরুল থানার এসআই আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বাসটির চালক এবং হেলপার পলাতক রয়েছে।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে গাড়ির কাগজপত্রসহ চালক এবং হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।