বাংলা নববর্ষ ১৪৩১-কে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের র্যালি
বাংলা নতুন বছরকে বরণ করতে র্যালি করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।সদরঘাটের বাহাদুর শাহ পার্ক থেকে র্যালিটি শুরু করে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
এর আগে বাহাদুর শাহ পার্কে নববর্ষ উপলক্ষ্যে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন রুহুল, শরফুদ্দিন আহমেদ সেন্টু, হেদায়েত উল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন কামাল, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আখতার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।