মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

আমাদের জাহাজ মুক্ত, নাবিকরা এখন মুক্ত: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ Time View
Update : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

আগামী ১৯ তারিখ দুবাই পৌছাবে আমাদের জাহাজ , নাবিকরা এখন মুক্ত। মালিকরা খুব ভালো ভূমিকা রেখেছে। তারা নতুন নাবিক দল রেডি করছে। মুক্তিপন বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। জলদস্যুদের উপর প্রচন্ড চাপ ছিলো। তাদের ২ নটিকেল মাইল দূরে ইউরোপীয় ইউনিয়নের উদ্ধারকারী জাহাজ ছিলো। এটা বহুমাত্রিক ব্যবস্থার মাধ্যমো তাদের উদ্ধার করা হয়েছে। বহুমাত্রিক চাপের কারনে বাধ্য হয়েছে তারা ছাড়তে। আর কিছুদিন গেলে কি পরিনতি হতো, তারা সেটা বুঝতে পেরেছে বলেই ছাড়তে বাধ্য হয়েছে।
মুক্তিপনের বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই।

সদরঘাটে ঈদের দিনে ৫ জন নিহতের ঘটনায় তদন্ত চলছে। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে ঐ জাহাজের রুপ পারমিট বাতিল করা হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
জিরো টলারেন্স থাকবে, যারাই দোষী তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

২০২১ সাল পর্যন্ত ঐ জাহাজে আমর্স গাড ছিলো। না থাকাতে এমন ঘটনা ঘটেছে। আমর্স গার্ড থাকলে জাহাজটি ঝামেলায় পড়তো না। জলদস্যুদের মনে হয় সোর্স আছে, কোন জাহাজে আমর্স গাড নেই। সেই তথ্য নিয়েই তারা জাহাজ আটক করে জলদস্যুরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর