তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে আগামী ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের ৩১তম সভা শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, ১১২টি উপজেলার মধ্যে ২১টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন হবে। বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলবে।
এদিকে, আগামী ৮ মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১ হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত সোমবার ছিল ১৫০টি উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
এরপর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ মে। এই আপিল নিষ্পত্তি হবে ৯-১১ মে। ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে।
এমআর