স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করবো- কাদের
বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদেরকে আমরা প্রতিহত করবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, এটি আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা শপথ নেবো, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাবো।
তিনি আরও বলেন, আজকের এই দিনে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তিসহ সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করবো, পরাভূত করবো প্রতিহত করবো এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাবো বিজয়ের স্বর্ণতোরণ অভিমুখে।
সেতুমন্ত্রী আরও বলেন, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল ১০ এপ্রিল আর ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছিল। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন ছিলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাবো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রূপে এটাই হোক আমাদের শপথ।