সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

আ.লীগ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে পুষ্টির চাহিদা পূরণে উদ্যোগ নিয়েছে; প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১১৪ Time View
Update : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  আওয়ামী লীগ দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে পুষ্টির চাহিদা পূরণ করার উদ্যোগ নিয়েছে। ‘এক সময় যারা নুন-ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তা করতে পারতো না, এখন তারা মাছ-মাংস- ডিমের কথাও চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন, তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কি-না তা বিবেচনা করতে হবে। ’

শুক্রবার (১৯ এপ্রিল) গণভবনে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

কৃষি উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনো খাদ্যের অভাব হবে না। ’
বীজ, মাছ, ধান, সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়িয়ে বিদেশ নির্ভরতা আওয়ামী লীগ সরকার কমিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেছিল কৃষক লীগ। ’

সরকার বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনো খাদ্য অভাব হবে না।

অনুষ্ঠানে ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান।

এ সময় বিএনপি নেতাদের মামলার অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি। সবই অপরাধের কারণে হয়েছে। বিএনপির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধীই বিএনপির নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর