তীব্র তাপপ্রবাহে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বন্ধ
তীব্র তাপপ্রবাহের কারণে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পাঠদান বন্ধ ঘোষণার বিষয়ে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধ থাকবে।
এর আগে দুপুরে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়েছে।
এ ছাড়া ২৬ এপ্রিল (শুক্রবার) ও ২৭ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। ২৮ এপ্রিল (রবিবার) শিক্ষাপ্রতিষ্ঠান যথারীতি খুলবে। একইভাবে মাদ্রাসাগুলোয় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।
অন্যদিকে তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে। মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান তাপপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়গুলো ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।