আব্দুস সামাদের মৃত্যু বার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
আজ ২৭ই এপ্রিল বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যু বার্ষিকী।
আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি’র নেতৃত্বে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, নির্মল চ্যাটার্জী, আজিজুস সামাদ আজাদ ডন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক সোয়েব আহমেদ এবং পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৌফিক সামাদ, মারুফ আওয়াল, এডভোকেট জাবের আহমদসহ অনেকে।
এরপর মরহুমের কলাবাগানের বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।