গাছ রক্ষায় মালি নিয়োগ দেবে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গাছ লাগানো সহজ কিন্তু তা রক্ষা করা কঠিন। তাই গাছ রক্ষা করতে ডিএনসিসির আওতায় আগামী ২ মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ করা হবে।
রোববার (২৮ এপ্রিল) গুলশানে ডিএনসিসির আওতাধীন এলাকার রিকশাচালকদের মধ্যে ছাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিক বলেন, জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে নগরজুড়ে গাছ লাগানো হচ্ছে। এর মধ্যে কয়েকটা গাছ ভাঙা থাকতে পারে। গাছ লাগানো সহজ তা রক্ষা করা কঠিন। তাই ডিএনসিসির আওতায় আগামী ২ মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ করা হবে।
মেয়র বলেন, হিট অ্যালার্টের জন্য উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সড়কে পানি ছেটানো হয়েছে। এলাকা ভিত্তিক মাঠ, বাজারেও পানি সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের আওতায় ৩০ হাজার নিবন্ধিত রিকশাচালক রয়েছেন। তাদের আমরা একটি করে ছাতা, ১২টি ওরস্যালাইন ও একটি পানির কন্টেইনার দিচ্ছি। এই রিকশাচালকরা তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তারা যদি এই প্রখর রোদে অসুস্থ হয়ে যায় তাহলে সে পরিবারগুলো অসহায় হয়ে যাবে।
এমআর