দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, দুইজন নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছে।
শুক্রবার (৩ মে) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর থানার কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে শামীম (১৮) ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানার গোলাদিপাড় গ্রামের মো. আব্দুল সামাদের ছেলে আবুল কাসেম (২১)। এঘটনায় পিকআপ চালক আহত হয়েছেন।
ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ভোর রাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানার পল্লীবিদ্যুৎ এলাকায় দেওয়ান সিএনজি পাম্পের সামনে টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মুরগী বোঝাই পিকআপ ধাক্কা দেয়। এতে মুরগী বোঝাই পিকআপে থাকা চালকসহ দুই হেলপার গুরুতর আহত হন। তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপার শামীম ও আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআর