মতলব উত্তরের ওসি শহীদ ও এসআই হানিফকে প্রত্যাহার
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজালাল স্বাক্ষরিত পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।
ওই চিঠিতে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত পুলিশ কর্মকর্তা প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
এই চিঠির অনুলিপি বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, মতলব উত্তর থানার ওসি ও এক এসআইকে প্রত্যাহার সংক্রান্ত কোনো চিঠি এখন পর্যন্ত হাতে পাইনি। তবে শুনেছি এই সংক্রান্ত চিঠি ইস্যু হয়েছে।
এদিকে একটি সূত্র থেকে জানা গেছে, চাঁদপুরের মতলব উত্তরে ওসি মোহাম্মদ শহীদ হোসেনের স্থলে আলমগীর হোসেন রনি দায়িত্ব নিতে যাচ্ছেন। যিনি একসময় চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৮ মে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হবে।
এমআর