শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন

সন্ধ্যা ৬টায় প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক / ৯০ Time View
Update : শুক্রবার, ৩ মে, ২০২৪

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গতকাল বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ শুধু পরীক্ষা-নিরীক্ষার সিরিজ নয়। অর্থাৎ বিশ্বকাপের দল নির্বাচনে যাচাই-বাছাইয়ের একটি সুযোগ থাকলেও সিরিজ জয়ই হবে টাইগারদের লক্ষ্য।

সেই লক্ষ্যে আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ছুটির দিনে ভক্ত-সমর্থকদের খেলায় ফেরাতে ম্যাচটি সন্ধ্যা ৬টায় আয়োজনের ক্ষণ আগেই নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের ভক্ত-সমর্থকদের অনেকে মনে করেন জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল দল। রোডেশিয়ানদের বিপক্ষে খেলে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চান। যে কারণে, গতকাল প্রেস কনফারেন্সে টাইগার অধিনায়ক শান্তকেও শুনতে হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্ন। প্রশ্নটি অনেকটা এমন, ‘প্রতিপক্ষ জিম্বাবুয়ে অনেক দুর্বল। হেরেছে উগান্ডার মতো দলের কাছে।’

বাংলাদেশ অধিনায়ক অবশ্য এটাকে উদাহরণ মানতে রাজি নন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ওইরকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না।’

শান্তর চোখে এই সিরিজটি হলো নিজেদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করা। তাই তার অনুভব, ‘এখানে ম্যাচটা আমরা কীভাবে খেলছি, কীভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কীভাবে গড়ে তুলছি, সেটাই বড়।’

বাংলাদেশ অধিনায়ক মনে করেন সিরিজটা সহজ হবে না। শান্তর ভাষায়, ‘এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ তারাও অনেক ভালো দল।’

অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার আশা সিরিজটি এবার দারুণ উপভোগ্য হবে। তার ভাষায়, ‘আমি শুধু আশা করছি সিরিজটি যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সমর্থকরা বিরক্তিকর সিরিজ উপভোগ করবে না। যদি ইতিহাস দেখেন, এ দুই দলের সিরিজ সবসময় উপভোগ্য হয়। এবারও তেমনই হবে ইনশাআল্লাহ।’

এই ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিমের দিকে বিশেষ নজর থাকবে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির। বিশ্বকাপের দল ঘোষণার আগে তাদের পারফরম্যান্সটা ভালো করে দেখতে চান। দেখা যাক, আজ একাদশে জায়গা পেলে কেমন করে তারা।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর