অশোক রায় নন্দীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা জানানো হয়।
পৃথক শোকবার্তায় অশোক রায় নন্দীর মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক রায় নন্দী নবযুগ প্রকাশনী এবং রিডার্স ওয়েজের অন্যতম কর্ণধার, থিয়েটারের সাধারণ সম্পাদক, ছায়ানটের অন্যতম সদস্য ছিলেন।
শনিবার ভোর ৪টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অশোক রায় নন্দীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক, ব্যবসায়িক এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।