নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
গতকাল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও গ্রুপিং প্রকাশ পেলেও কোয়ালিফায়ার দুটি দল অজানা ছিল। রাতে জানা হয়ে গেছে সেটিও। দুটি স্পটের জন্য কোয়ালিফাই করেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গতকাল আবুধাবিতে সেমিফাইনাল জিতে বাছাই পর্বের টিকিট কেটেছে তারা।
স্কটল্যান্ডের পরই শেষ স্পট হিসেবে কোয়ালিফাই করেছে শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় সেমিফাইনালে তাদের কঠিন পরীক্ষাও দিতে হয়েছে। লঙ্কানদের প্রায় হারিয়েই দিচ্ছিল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত! শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৪৯ রান করে লঙ্কান দল। সর্বোচ্চ স্কোরার ছিলেন ভিশমি গুনারত্নে। তার পর র্যাঙ্কিংয়ের সাত নম্বর দল শ্রীলঙ্কা আমিরাতের রান তাড়ার বেশির ভাগ সময়ই চাপে থেকেছে। মূলত ৪৪ বলে ৬৬ রান করা অধিনায়ক এশা ওজার বিদায়ের পরই ম্যাচ থেকে ছিটকে যায় আমিরাত। ৭ উইকেটে শেষ পর্যন্ত তারা ১৩৪ রানে থেমেছে। তাতে ১৫ রানের জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। চামারি আতাপাত্তুর দল এর আগে কখনও গ্রুপ পর্ব পার হতে পারেনি। এবার সেই লক্ষ্যে খেলবে তারা। এই দলটা আবার গত বছর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতেছে।
তাদের আগে প্রথম সেমিফাইনাল জিতে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ১৪ র্যাঙ্কধারী স্কটল্যান্ড। তারা এবারই প্রথম নারী বিশ্বকাপে খেলবে। সেমিতে আয়ারল্যান্ডকে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।
বাছাইয়ে স্কটল্যান্ড-শ্রীলঙ্কার ফাইনাল অনুষ্ঠিত হবে মঙ্গলবার। বিজয়ী দল অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এ’ তে খেলবে। রানার্স আপ চলে যাবে গ্রুপ ‘বি’ তে। যেখানে তাদের গ্রুপ সঙ্গী স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।