নিউইয়র্কে ব্যাস্ত মমতাজ

বাংলার ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম। যিনি মমতাজ নামেই বেশি পরিচিত। বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। দেশটিতে ১০ বছর পর গিয়েছেন এই কণ্ঠশিল্পী। সেখানে এরই মধ্যে তিনটি শো করে ফেলেছেন মমতাজ। চলতি মাসে আরও চারটি শো রয়েছে তার। সেখান থেকেই নিজের ব্যস্ততার কথা জানান এই শিল্পী।
মমতাজ বলেন, ‘মানুষের ভালোবাসার চেয়ে বড় স্বীকৃতি নেই। যুক্তরাষ্ট্রে এসে সেটি আবারও বুঝতে পারলাম। এখানে এসেছি এক মাসের মতো হয়েছে। এরই মধ্যে তিনটি শো করে ফেলেছি। সামনে আরও চারটি শো রয়েছে। যেগুলো শেষ করেই দেশে ফিরব। প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। পরিবার ও দেশকে খুব মিস করছি।’
নিউইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠান শেষ করে মমতাজ ১৯ মে বাংলাদেশে ফিরবেন। এ বছরে আগস্টের শেষে আবারও আমেরিকায় যাওয়ার পরিকল্পনা আছে তার। ফোবানাতে যোগদান ছাড়াও অন্য স্টেটেও যাবেন তিনি।