মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

 হাই কোর্টে আটকে গেল ঝিনাইদহ-১ উপ-নির্বাচন 

নিজস্ব প্রতিবেদক / ১০০ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত করে দিয়েছে হাই কোর্ট। আগামী ৫ জুন সেখানে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ সোমবার নির্বাচন স্থগিত করে আদেশ দেন।
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়।

৫ জুন ভোটের তারিখ রেখে উপনির্বাচনের তফসিল ঘোষণা হলে গত ৪ মে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়ারদারকে নৌকার মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল।

ঘোষিত তফসিল অনুযায়ী এ উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। তবে হাই কোর্টের আদেশের ফলে আপাতত আর ভোট করার সুযোগ থাকল না।

এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর