৭০ কোটি টাকার সেতুতে ফাটল
বরিশাল জেলার বাকেরগঞ্জে রাঙামাটি নদীর ওপর নির্মাণাধীন গোমা সেতুর পিলারের ওপরের অংশে বড় ধরনের ফাটল দেখা গেছে। প্রায় ৭০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বরিশালের কাউয়ারচর, দিনারেরপুল-লক্ষীপাশা-পটুয়াখালী জেলা আঞ্চলিক সড়কে বাকেরগঞ্জ উপজেলার দুধল ও চরাদী ইউনিয়নের গোমা পয়েন্টে রাঙ্গামাটি নদীর ওপর সেতুটি নির্মাণ হচ্ছে। উপজেলার মানুষের উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি নদীর ওপর এ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতু ও সড়ক বিভাগের অধীনে ঠিকাধারি প্রতিষ্ঠান এম খান গ্রুপ সেতুটির কাজ করছে।
২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, বরিশাল জেলা পটুয়াখালী জেলার সঙ্গে আঞ্চলিক সড়কের রাঙ্গামাটি নদীর ওপর নির্মিত সেতুর দৈর্ঘ্য হবে ২৮৩ দশমিক ১৮৮ মিটার। সংশোধিত প্রস্তাবে প্রকল্প ব্যয় দেখানো হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকা।
বরিশালের সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, সেতুর পিলারের ফাটল ধরেছে এমন তথ্য আমার জানা ছিল না। আপনার মাধ্যমে এখন জেনেছি। সরজমিনে গিয়ে দেখে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, সেতুর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যে কারণে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই পিলারের উপরের অংশে ফাটল দেখা দিয়েছে। যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
সোনালী বার্তা/এমএইচ