বাংলাদেশের আজ সিরিজ জয়ের হাতছানি
প্রথম ম্যাচে ৮ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজ তৃতীয় ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বিকেল ৩টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিজের তৃতীয় ম্যাচটি।
প্রথম দুই ম্যাচে জয় তুলে নেয়ার কারণে নাজমুল হোসেন শান্তদের সামনে আজ সিরিজ জয়ের হাতছানি। চট্টগ্রামে আজ জিততে পারলেই ২ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলবে টাইগাররা।
সিরিজে চট্টগ্রাম পর্বের আজ শেষ দিন। এরপরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রথম দুই ম্যাচেই টস জিতেছিলো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দু’বারই তিনি প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন জিম্বাবুয়েকে। প্রথম দুটি ম্যাচই শুরু হয়েছিলো সন্ধ্যা ৬টায়। কিন্তু আজ শুরু হবে বিকাল ৩টায়।
প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে তাসকিন, সাইফউদ্দিনদের তোপের মুখে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো সিকান্দার রাজার দল। জবাবে বাংলাদেশ ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। অভিষিক্ত তানজিদ হাসান তামিম অপরাজিত ৬৭ রান করে জয় উপহার দেন টাইগারদের।
তীয় ম্যাচেও একই চিত্র। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক শান্ত। ব্যাট করতে নেমে এক সময় ৪১ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখান থেকে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে জিম্বাবুইয়ানরা। বাংলাদেশ ১৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তাওহিদ হৃদয় দুর্দান্ত ব্যাটিং করে হলেন ম্যাচ সেরা।
আজ একই মাঠে হয়তো অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামবে বাংলাদেশ। তাসকিন-শরিফুল-সাইফুদ্দিনদের বোলিং তোপ সামলে জিম্বাবুয়ে কী পারবে ঘুরে দাঁড়াতে? নাকি আজই সিরিজ নিশ্চি করে ফেলবে টাইগাররা?
সোনালী বার্তা/এমএইচ