২০০ নম্বরের পরীক্ষায় ২১২ পেল ছাত্রী

প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ২১২ পেয়েছে। এ নিয়ে ভারতের গুজরাটে তোলপাড়।
ঘটনাটি গুজরাটের দাহুদ জেলার এক স্কুলের। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী রাজ্য।
ইন্ডিয়ার টুডের সোমবারের (৬ মে) প্রতিবেদনে বলা হয়, ওই রেজাল্ট শিটটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় ২০০ নম্বরের অঙ্ক পরীক্ষায় ওই ছাত্রী ২১২ পেয়েছে এবং গুজরাটি ভাষার পরীক্ষায় পেয়েছে ২১১।
জানা গেছে, স্কুল থেকে রেজাল্ট শিট পেয়ে আনন্দে আত্মহারা ওই ছাত্রী অভিভাবকদের দেখান। তারাও প্রথমে খুশি হন। পরে দেখেন অবাক করা সেই কাণ্ড।
এরপর স্কুলে যোগাযোগ করলে সংশোধন করে আবার রেজাল্ট শিট দেওয়া হয়। তাতে দেখা যায় অঙ্ক পরীক্ষায় ওই ছাত্রী ১৯০ পেয়েছে।
আর গুজরাটি ভাষার পরীক্ষায় ১৯১ পেয়েছে। তার মোট নম্বর তখন দাঁড়ায় এক হাজারে ৯৩৪।
স্কুল কর্তৃপক্ষ জানায়, নম্বর যোগ করার সময় এ ভুল হয়েছে। এটি পুরোপুরি অসাবধানতাবশত একটি কাজ।
এদিকে এ গাফিলতির সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে জেলার শিক্ষা। সেখানকার কর্মকর্তারা বলছেন, অভিযুক্তদের যথাযথ শাস্তি দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে পদক্ষেপ নেবেন তারা।
এদিকে মোদির রাজ্যের স্কুলেই এ দশায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। নেটিজেনরা বলছেন, ভারতের শিক্ষাব্যবস্থার বর্তমান দুরাবস্থার চিত্র এটি। শিক্ষাকে মানসম্মত করতে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান ভারতীয়দের।
সোনালী বার্তা/এমএইচ