মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

শিক্ষকরা ২-৩ বছর পরও অবসর সুবিধা পাচ্ছেন না : লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক / ৪৫ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪

সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, সরকার অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য অবসরভাতা ও কল্যাণ ট্রাস্ট করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এ সুবিধা পেতে শিক্ষকেরা হয়রানির শিকার হচ্ছেন। অবসরে যাওয়ার ২-৩ বছর পরও সুবিধা পাচ্ছেন না। অনলাইনে আবেদন করার পর বলা হয় আবেদন পাওয়া যায়নি।

জাতীয় সংসদে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, একাধিক ব্যক্তি তার কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন। এ কারণে তিনি আজ মঙ্গলবার দুই ঘণ্টা চেষ্টা করেও কল্যাণ ট্রাস্টের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলতে পারেননি। পরে তিনি মাউশির মহাপারিচালকের সঙ্গে কথা বলেন। মহাপরিচালক জানান, অর্থের অভাবে এই অবস্থা। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি কিছু অর্থের ব্যবস্থা করবেন।

লতিফ সিদ্দিকী বলেন, প্রত্যন্ত গ্রামের বয়স্ক ও নারী শিক্ষকদের অনেকের পক্ষে ঢাকায় এসে তদবির করা সম্ভব হয় না। এ জন্য শিক্ষকেরা যাতে অবসর ও কল্যাণ সুবিধা সহজে পান সে ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর