অফসাইড কল সিদ্ধান্ত ‘সর্বনাশ’ করেছে: বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগে গতকালকের রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের উত্তেনাপূর্ণ ম্যাচটার কথা সবারই জানা। তার পরেও সব মিলিয়েই তো ফুটবল। পিছিয়ে পড়েও সেমিফাইনালের দ্বিতীয় লেগ ২-১ গোলে জিতে দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালের টিকিট কাটে তারা। সেই ম্যাচেই শেষ দিকে সমতা ফেরানো গোলটি পেয়ে গিয়েছিল বায়ার্ন। অফসাইড কলে সেটি বাতিল হওয়াতে রিয়ালের জয় ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছে তা।
যোগ করা সময়ের ১২ মিনিটের ঘটনা জশুয়া কিমিচ তখন লং পাস দিয়েছিলেন তার পর হেড করে মাথিয়াস ডি লিখটকে গোল করার জন্য বল দিয়েছিলেন থমাস ম্যুলার। আর তার পরেই অফসাইডের বাঁশি বাজে রেফারি ভিএআর দেখার প্রয়োজন মনে করেননি। এই সিদ্ধান্ত বায়ার্ন খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে ক্ষোভও তৈরি করেছিল তাতে কান দেননি মার্সিনিয়াক।
ম্যাচের পর অবশ্য সেই ক্ষোভ উগড়ে দেন বায়ার্ন মিউনিখ কোচ থমাস টুখেল। সম্প্রচারকারী চ্যানেলকে বলেছেন, ‘সর্বনাশ করেছে এই সিদ্ধান্ত নিশ্চিত অফসাইড না হলে খেলা শেষ পর্যন্ত চলতে থাকবে এটাই নিয়ম। প্রথম ভুলটা করেছেন লাইন্সম্যান দ্বিতীয় টা করেছেন রেফারি।
৫০ বছর বয়সী এই কোচ আরও বলেছেন, তার মনে হয়েছে যে তিনি বিশ্বাসঘাকতার শিকার হয়েছেন।
সংবাদ সম্মেলনেও টুখেল বলেছেন, ওই ভুলের জন্য রেফারি নাকি ক্ষমা চেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করে তো এখন আর লাভ নেই। সবাইকে যার যার সীমার মধ্যে থাকতে হয় সবাইকে ভুগতেও হয়। সবাইকে ভুল ছাড়া খেলতে হয় তাই রেফারিকেও সেই পর্যায়ে থাকা উচিত। প্রকৃত ঘটনার পরে এখন অজুহাত দাঁড় করিয়ে আসলে কোনও লাভ হয় না।
ম্যাচের ডি লিখটও কোচের সুরে গলা মিলিয়েছেন বলেছেন ওই সিদ্ধান্তটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।
সোনালী বার্তা/এমএইচ