যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৭ বছর পর গ্রেপ্তার
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রিপন আলীকে (৩৮) ৭ বছর পর গ্রেপ্তার করেছে Rapid Action Battalion ( RAB)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফাবাদ এলাকায় র্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ২০১৭ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ৭ বছর ধরে পলাতক থাকা আসামি রিপন আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিপন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। তিনি মামলা পর জামিন নিয়ে রাজধানীর কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
সোনালী বার্তা/এমএইচ