শাহজাদপুরে সড়কদুর্ঘটনায় নারীসহ নিহত ২ আহত ৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার সকাল ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ কড়ইতলা ও বেলা সাড়ে ১১টার দিকে একই মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) ও শেলাচাপড়ী এলাকার আরশেদ প্রামাণিক (৬০)। আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংক-লরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, যুগ্নীদহ এলাকায় ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন নিহত হন এসময় আহত হন অটোভ্যানের চালক। অপরদিকে বেলা সাড়ে ১১টায় উপজেলার বাঘাবাড়ী গ্যাস অফিস সংলগ্ন স্থানে একটি ট্রাক একটি অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরশেদ প্রামণিক নিহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওদুদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানাতে পারব।
সোনালী বার্তা/এমএইচ