৪র্থ ধাপে মনোনয়নপত্র দাখিল ৭৩৭ প্রার্থী
৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৫৬টি উপজেলায় মোট ৭৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।এর মধ্যে চেয়ারম্যান পদে ২৭২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৪র্থ ধাপে চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি মনোনয়নপত্র দাখিল করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা এবং ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে। এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একজন মাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোনালী বার্তা/এমএইচ