অটোরিকশার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষ: প্রধান আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ‘অটোরিকশার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ’ নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।
গ্রেপ্তার বদলরুল আলম বদি উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা।তিনি অটোরিকশার স্ট্যান্ডের ম্যানেজার।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগুয়া বাজারে অটোরিকশার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ম্যানেজার বদির মিয়া ও অটোরিকশার চালক আব্দুল কাদিরের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে এ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ঘটনাস্থলে আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। এ ছাড়া অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক লিলু মিয়াকে মৃত ঘোষণা করে বলে জানান অতিরিক্ত এই পুলিশ সুপার।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর পুকুরপাড় এলাকা থেকে প্রধান আসামি বদরুল আলম বদিকে গ্রেপ্তার করা হয়।
অন্যান্য আসামিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত এই পুলিশ সুপার।
সোনালী বার্তা/ এমএইচ