এক ঘণ্টায় রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড বিভিন্ন সড়কে পানি
সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। সকাল সোয়া সাতটা থেকে ঝড়ো হাওয়া নিয়ে শুরু হয় বৃষ্টি।
শনিবার এক ঘণ্টায় রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছর রাজধানীতে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সকাল সোয়া সাতটা থেকে সোয়া আটটা পর্যন্ত ভারি বৃষ্টি হয়েছে এরপর বৃষ্টি হয়েছে তবে হালকা। এ সময় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে এটা এখন পর্যন্ত বছরের রেকর্ড বৃষ্টিপাত। তবে রাতে আবার বৃষ্টি হতে পারে।
সকালের বৃষ্টিতে ঢাকার মিরপুর ১০ নম্বরের প্রধান সড়ক, শেওড়াপাড়ার বিভিন্ন গলি, উত্তর পীরেরবাগ, মিরপুর সড়কের নিউ মার্কেট, বিমানবন্দর সড়কের শেওড়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পানি জমে।
ঢাকা ছাড়াও টাঙ্গাইল, বগুড়া, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।
দিনভর ঢাকার আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ।
চলতি মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয় ৬ মে পর্যন্ত টানা ৩৭দিন ধরে এই পরিস্থতি বিরাজ করে।
তবে তার আগেই ২ মে থেকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। তখন বলা হয়েছিল, ২ মে থেকে শুরু হওয়া বৃষ্টি ধীরে ধীরে সারাদেশে বিস্তৃত হবে, আর ৭ মের পর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে।
ওই আভাসের পর থেকেই সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা চলছে কয়েকদিন ধরে। এরমধ্যে বৈশাখের শেষভাগে এসে ভারি বৃষ্টি হল।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে; আর ১৫ তারিখ থেকে পুরো মাসজুড়েই তাপপ্রবাহ থাকতে পারে।
সোনালী বার্তা/ এমএইচ