কক্সবাজারের টেকনাফে ‘১লাখ ৫হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে’ আটক

১০মে বেলা সাড়ে ৩টার দিকে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফুল লাহিল মাজিদ।
আটক আবুল কালাম (৩৬) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবুনিয়া এলাকার আব্দুস সালামের ছেলে।
লুৎফুল লাহিল মাজিদ বলেন, ১০মে ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সমুদ্র উপকূলের বাহারছড়া ঘাট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। জেলের ছদ্মাবেশে থাকা কোস্টগার্ড সদস্যরা গভীর সমুদ্রের দিক থেকে একটি মাছ ধরার ট্রলার থেকে এক ব্যক্তিকে তীরে নামতে দেখে। তখন কোস্টগার্ড সদস্যরা ওই ব্যক্তি থামার নির্দেশ দেন।
এ সময় ট্রলার থাকা অন্য লোকজন পালিয়ে যান এবং তীরে থাকা আবুল কালাম দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করে।
এ সময় কালামের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের জারে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাওয়া যায় বলে জানান, কোস্টগার্ডের এ স্টেশন কমান্ডার।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
সোনালী বার্তা/এমএইচ