প্রকাশ পেলো রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রথম পোস্টার
প্রকাশ পেয়েছে রাশিদ পলাশ পরিচালিত ও ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার। পোস্টার প্রকাশের মধ্য দিয়েই সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল।
পলাশ বলেন, এটি ‘ময়ূরাক্ষী’ সিনেমার অফিসিয়াল পোস্টার, এইটা দিয়ে প্রচারণা আমরা শুরু করলাম। এরপরে আরও কিছু পোস্টার এবং সিনেমাটির টিজার প্রকাশ হবে। আসছে ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
তিনি আরও বলেন, সিনেমাটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে। আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েন দেখা যাবে সিনেমার গল্পে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস।
সোনালী বার্তা/এমএইচ