মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

মিমির অভিমান শেষে, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক

বিনোদন প্রতিবেদক / ১১১ Time View
Update : শনিবার, ১১ মে, ২০২৪

গেলো ৭ মে ঢাকাই সিনেমায় রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন শাকিব খান ও রায়হান রাফী। নতুন সিনেমা ‘তুফান’র টিজ প্রকাশ করে চমকে দিয়েছেন সবাইকে। দেড় মিনিটের সেই ঝলক মাত্র এক দিনেই কোটি ভিউয়ের রেকর্ড গড়েছিল। দর্শক-সমালোচক সকলে নির্বিবাদে বলছিলেন, এমন বিধ্বংসী অবতারে ঢালিউড নবাবকে আগে দেখা যায়নি।

উচ্ছ্বাস নিয়ে ‘তুফান’র টিজ শেয়ার করেছেন সংশ্লিষ্ট সকলেই। কেবল একজন ছিলেন নির্বিকার। তিনি মিমি চক্রবর্তী। ছবির নায়িকা। তার নীরবতা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নায়িকা কি টিমের ওপর অভিমান করেছেন? সেই উত্তর যদিও পাওয়া যায়নি।

তবে কারও কারও ধারণা, ‘তুফান’র প্রথম পোস্টারে কেবল শাকিব খানকে দেখানো হয়েছে। এরপর প্রথম টিজেও নায়িকাদের রাখা হয়েছে বঞ্চিত, আড়ালে। সে কারণেই হয়ত অভিমান করেছেন মিমি। যদিও আরেক নায়িকা মাসুমা রহমান নাবিলা পেশাদার ভূমিকাই পালন করছেন শুরু থেকে।
শেষমেশ টিজ প্রকাশের দুই দিন পর মিমির মান ভাঙে। বৃহস্পতিবার তিনি ‘তুফান’র টিজ শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।

শনিবার সকালে উন্মুক্ত করা এই পোস্টারে দেখা যায়, সাদা শার্ট আর কালো ব্লেজারে শাকিব। তার লম্বা চুল, মুখভর্তি ছোট দাড়ি, মলিন চাহনি। অন্যদিকে তার বুকে হাত রেখে প্রেমিকার ভঙ্গিমায় দাঁড়িয়ে মিমি পরনে মেরুন ঝলমলে টপ। পোস্টারের ক্যাপশনে মিমি লিখেছেন,বড় পর্দায় আসছে তুফান এই নিন অফিসিয়াল তুফানি পোস্টার।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর