রাস্তার উচ্চ খরচ নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই
শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এরআগে শনিবার সকালে আইইবি প্রাঙ্গণে আয়োজিত কনভেনশন যোগ দেন সরকার প্রধান। এরপর তিনি কনভেনশনের উদ্বোধন করেন। এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ’।
বক্তব্যে প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব, টেকসই ও সাশ্রয়ী প্রকল্প নিতে ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রকৌশলীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের কাজে লাগবে, দেশ লাভবান হবে, এমন প্রকল্প হাতে নিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আসার আগেই অনেক জলাশয় ভরাট করে ফেলা হয়েছে তাই বৃষ্টির পানি যাওয়ার জায়গা নেই।
রাস্তা বানাতে উচ্চ খরচ নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোন ধারণা নেই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। তবে উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী। যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে।
সোনালী বার্তা/ এমএইচ