গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি’র আহ্বান জাতিসংঘ মহাসচিবের
গাজার কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।
গতকাল রোববার কুয়েতে জড়ো হওয়া আন্তর্জাতিক দাতাদের উদ্দেশে এক ভিডিও ভাষণে গুতেরেস গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শুধুমাত্র যুদ্ধবিরতিই শুরু করতে হবে। জাতিসংঘ মহাসচিব সতর্ক করে দেন যে, যুদ্ধের অভিঘাত থেকে ফিরতে দীর্ঘ সময় লেগে যাবে।
এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। যুদ্ধে বাড়ি থেকে পালানো বহু ফিলিস্তিনি আবার নতুন করে বাস্তুচ্যুত হচ্ছেন।
সোনালী বার্তা/এমএইচ