দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের আসল রূপ দেখলো পল স্টার্লিংয়ের দল
ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজমের দল।
স হেরে ব্যাট নেমে শুরুতে অ্যান্ডি বালবিরনি ১৬ রানে এবং পল স্টার্লিং ১১ রান করে আউট হয়ে যান। এরপর লরকান টাকার ৩৪ বলে ৫১ এবং হ্যারি ট্যাক্টর ২৮ বলে ৩২ রান করে আইরিশদের বড় স্কোরের ভিত গড়ে দেন।
জর্জ ডকরেল ৮ বলে ১৫, গ্যারেথ ডেলানি ১০ বলে ২৮,কার্টিস ক্যাম্পার ১৩ বলে ২২, রান করলে আয়ারল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১৯৩ রান।
শাহিন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট। ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি। ১টি করে উইকেট নেন মোহাম্মদ আমির এবং নাসিম শাহ।
জবাব দিতে নেমে ১৩ রানেই ২ উইকেট হারিয়ে দারুণ বিপর্যয়ে পড়ে পাকিস্তান। সাইম আইয়ুব ৩ বলে ৬ রান করে এবং বাবর আজম ৪ বলে কোনো রান না করেই আউট হয়ে যান। এরপর ১৪০ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান এবং ফাখর জামান।
৪০ বলে ৭৮ রান করে আউট হন ফাখর জামান। ৬টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি। ৪৬ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। ৬টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি। আজম খান ১০ বলে ৩০ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন। ৪টি ছক্কার মার মারেন তিনি। সঙ্গে ছিল ১টি বাউন্ডারি।
সোনালী বার্তা/এমএইচ