কার্লো আনচেলত্তি বললেন, এটাই তার ক্যারিয়ারের সেরা মৌসুম

রিয়াল মাদ্রিদের হয়ে আগেই লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কার্লো আনচেলত্তি। তবে চলতি মৌসুমে তার চ্যালেঞ্জ ছিল এভারেস্টের মতো উঁচু। মৌসুম শুরুর আগেই নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়াকে হারায় রিয়াল। এরপর ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও ইনজুরির কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন। মাঠে ফিরেও আবার ইনজুরিতে পড়েছেন তিনি।
ইনজুরির কারণে মৌসুমের মাঝে বেশকিছু সময় মাঠের বাইরে ছিলেন ভিনি, কামাভিঙ্গা ও চুয়ামেনিরা। তার পাশাপাশি করিম বেনজেমা ক্লাব ছাড়ার পর দলে গোলস্কোরারের শঙ্কা দেখা দিয়েছিল। তবে সকল সমস্যা সমাধান করে দলকে লিগ শিরোপা জিতিয়েছেন কোচ আনচেলত্তি। আর এখন ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জেতার অপেক্ষায় তারা।
লিগে গতকাল মঙ্গলবার আলাভেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল বড় জয়ের পর আনচেলত্তি বলেছেন, কোচ হিসেবে এটাই তার সেরা মৌসুম।
তিনি বলেন, ‘কোচ হিসেবে এটিই আমার সেরা মৌসুম। দল দুর্দান্ত পারফর্ম করে চলেছে এবং লিগে অসাধারণ খেলেছে যোগ্য হিসেবেই এই দল লা লিগা জিতেছে, এখানে এক বিন্দু সংশয় নেই। অন্য দলগুলো আমাদের হোঁচট খাওয়ার অপেক্ষায় ছিল কিন্তু আমরা তা হতে দেইনি।
আলাভেজকে উড়িয়ে দেয়ার দিন আরেকটি রেকর্ড গড়েছে রিয়াল। এ মৌসুমে ২০ ম্যাচে কোনো গোল হজম করেনি তারা। হারেনি ঘরের মাঠে কোনো ম্যাচও। কোচ বলেছেন, তরুণ খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার এটাই সেরা সময়। আগামী ১ জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে রিয়াল।
সোনালী বার্তা/এমএইচ