গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ সদর উপজেলায় ‘আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া গ্রামে চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।
নিহতের ওছিকুর ভূইয়া (৩২) ওই গ্রামের ভূইয়াপাড়ার জলিল ভূইয়ার ছেলে।
ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, চা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরও ভাঙচুর হয়েছে।
সংঘর্ষের এক পর্যায়ে একপক্ষ গুলি ছুড়লে ছয়জন গুলিবিদ্ধ হন। তাদেরকে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক ওছিকুর ভূইয়াকে মৃত ঘোষণা করেন।
অন্য আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, এলাকায় এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
সোনালী বার্তা/এমএইচ