শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

অবসর নয় আরো কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার আগ্রহ: রোহিত

স্পোর্টস ডেস্ক / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

কদিন আগে ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসরে যাবেন রোহিত। তবে নির্দিষ্ট সংস্করণ না বললেও আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার আগ্রহ দেখিয়েছেন তিনি।

‘দুবাই আই’ রেডিও স্টেশন কে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিতের ভাষ্য, ভারতের হয়ে আমার ১৭ বছরের যাত্রা ছিল দুর্দান্ত আমি আশাবাদী, আরও কয়েক বছর খেলতে পারব। আমি আমার খেলা দিয়ে বিশ্ব ক্রিকেটকে প্রভাবিত করব। আমার জীবনে অনেক উত্থান-পতন দেখেছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেটা জীবনের এই উত্থান-পতনের কারণেই সম্ভব হয়েছে।

২০২২ সালে ম্যান ইন ব্লুদের সব সংস্করণে রোহিতকে স্থায়ীভাবে অধিনায়ক করা হয়। শুরুর দিকে নেতৃত্বে অনীহা থাকলেও রোহিতে দাবি, এখন দেশের হয়ে অধিনায়কত্ব সবচেয়ে সম্মানের। কখনোই ভাবিনি, আমার জীবনে এমন কিছু আসবে, একদিন আমি নেতৃত্ব দেব। তবে লোকে বলে, ভালো মানুষের সঙ্গে নাকি ভালো কিছুই হয় (হাসি)।

তিনি বলেন, আমি যখন দলের দায়িত্ব নিয়েছিলাম তখন একটি লক্ষ্যেই এগিয়ে যেতে চেয়েছিলাম। দলগত পারফরম্যান্স দিয়েই সাফল্য পেতে চেয়েছি। ব্যক্তিগত রেকর্ড এবং মাইলস্টোনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ১১ জন খেলোয়াড় একসঙ্গে খেলে এবং তাদের লক্ষ্য হওয়া উচিৎ ট্রফি জেতা।

তার দীর্ঘ ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনকে সবচেয়ে চ্যালেঞ্জিং হিসেবে দেখেছেন তিনি। রোহিতের মন্তব্য, ব্যাট করতে যাওয়ার আগে আমি ডেল স্টেইনের ভিডিও ১০০ বার দেখেছি। সে একজন কিংবদন্তি এবং যা অর্জন করেছে, তা অসাধারণ। তার বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং ছিল, তার বিপক্ষে আমি যে দারুণ সাফল্য পেয়েছি, তা–ও কিন্তু নয়। কিন্তু আমি আমার লড়াই উপভোগ করেছি।

সোনালী বার্তা/ এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর