ভারতের তারকা সুনীল ছেত্রীর অবসরের ঘোষণা

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন। জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিলেও ঘরোয়া ফুটবল চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৯ বছর বয়সী সুনীল ছেত্রী।
২০২৬ এর ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে কুয়েতের বিপক্ষে ম্যাচটিই ভারতের জার্সিতে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ হতে যাচ্ছে। আগামী ৬ জুলাই কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ভারতের হয়ে এখন পর্যন্ত ১৫০টি ম্যাচ খেলেছেন ছেত্রী। দ্বিতীয় স্থানে থাকা বাইচুং ভুটিয়া খেলেছেন ৮৮ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে তার গোল ৯৪টি। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার আই এম ভিজায়ানের গোল ৩২টি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ গোলস্কোরার ছেত্রি। তার থেকে বেশি গোল করা বাকি তিনজন হলেন, ক্রিস্টিয়ানো রোনালদো (১২৮), ইরানের আলি দাইয়ি (১০৮) ও লিওনেল মেসি (১০৬)।
গত দুই দশকে ছেত্রীর নামটা যেন ভারতীয় ফুটবলেরই সমার্থক হয়ে উঠেছে। শুধু ঘরোয়া ফুটবলেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তিনিই ভারতের পোস্টারবয়। ১৯ বছর আগে কলকাতাতেই ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল তার। কাকতালীয়ভাবে সেই যুবভারতীতেই পথচলা শেষ হতে যাচ্ছে তার।
সোনালী বার্তা/ এমএইচ